গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বিএনপি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৭:৫৮ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা এবং নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মাহাদী আমিন বলেন, আমাদের প্রার্থীরা যখন ঢাকায় এসেছিলেন আমরা তাদের বলে দিয়েছি নির্বাচনি প্রচারণায় গণভোটে আমরা ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নেবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নোট অব ডিসেন্ট … গণতন্ত্রে ভিন্নমত ভিন্ন পথ থাকবে… সেটাই স্বাভাবিক। সেগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করবো।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, সামগ্রিকভাবে গণভোটে আমাদের ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান এটা আমরা দলের সবাইকে বলে দিয়েছি।