সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা শুরু
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:২৭ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রথম নির্বাচনি জনসভা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম সূচনা হয়।
সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম।
এই জনসভা থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের জনগণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বিএনপির চেয়ারম্যান।
সমাবেশ শুরুর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভাস্থলে যোগ দিতে থাকেন। বুধবার রাত থেকেই অনেকে সমাবেশস্থলের একাংশে সামিয়ানা টানিয়ে ত্রিপলের নিচে অবস্থান করে রাত কাটান। বৃহস্পতিবার সকাল থেকে সিলেট নগরী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের ঢল নামে জনসভাস্থলে।
সকাল সাড়ে আটটার দিকে মিছিল সহকারে জনসভাস্থলে প্রবেশ করেন বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক। এ সময় নেতাকর্মীরা ‘খেজুর গাছ, খেজুর গাছ’ স্লোগানে মুখর করে তোলেন সমাবেশ এলাকা। এ ছাড়া সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত হন।
এদিকে জনসভাকে ঘিরে সিলেট নগরীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা দেখা গেছে। জনসভাস্থল ও এর আশপাশে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
