১০ দলীয় জোট বিপুল ভোটে জিতে সরকার গঠন করবে: নাহিদ ইসলাম
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৩:৪৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় ‘নির্বাচনী ঐক্য’ জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় তিন নেতার মাজারে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা জাতীয় তিন নেতার মাজারে কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী যাত্রা শুরু করলাম।
তিনি বলেন, আমাদের এই নির্বাচনী যাত্রার দুটি বক্তব্য। প্রথমটি হলো দেশবাসীকে আহ্বান জানাচ্ছি গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। এর মাধ্যমে সংস্কার অব্যাহত রাখুন। অন্যটি হলো ওসমান হাদি ভাইকে হত্যাকারীদের বিচার আমাদের এই নির্বাচনের প্রধান এজেন্ডা।
এনসিপির আহ্বায়ক বলেন, সারা দেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা ১০ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন, ১০ দলীয় জোটের মার্কাকে বিজয়ী করুন এবং সারা বাংলাদেশে এনসিপির যে ৩০ জন প্রার্থী রয়েছে তাদেরকে শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান।
তিনি আরও বলেন, সংসদে এনসিপি এবং ১০ দলীয় ঐক্য জোট আপনার, সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থানের কথা বলবে, সংস্কারের কথা বলবে, সার্বভৌমত্বের কথা বলবে।
১০ দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা এটাই প্রত্যাশা করি। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে, সংস্কারের অগ্রযাত্রাকে নিয়ে যেতে হলে ১০ দলীয় জোটের বিকল্প নেই।
