মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভা শুরু
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৫:২৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর মিরপুর–১০ এলাকার আদর্শ স্কুল মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।
ঢাকা–১৫ আসনের উদ্যোগে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি ১০–দলীয় নির্বাচনী ঐক্য জোটের অন্যান্য নেতারাও সভায় বক্তব্য রাখবেন।
এই সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াত আমির।

জনসভা শুরুর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। দুপুরের দিকে মাঠে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জনসভা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
উল্লেখ্য, ১০–দলীয় নির্বাচনী ঐক্য জোটে রয়েছে— বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ) এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
