দেশ বদলে পাঁচ বছরই যথেষ্ট: শফিকুর রহমান

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৯:২১ | অনলাইন সংস্করণ

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠে ১০ দলীয় ঐক্যের জনসভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চল থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

ভোর থেকেই ১০ দলীয় ঐক্যের জনসভায় যোগ দিতে জেলার নানা প্রান্তের মানুষের আগমন ঘটে। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয় পঞ্চগড় চিনিকল মাঠ।

সমাবেশে অংশ নিয়ে জামায়াত আমির বলেন, দেশবাসীকে ফেলে চরম দুঃসময়েও কোথাও পালায়নি তারা, ভবিষ্যতেও পালাবে না। ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেয়ার আহ্বান জানান তিনি।

পরে দিনাজপুরে ও ঠাকুরগাঁওয়ে পৃথক সমাবেশে থেকে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন জামায়াত আমির। জানান, ১০ দলীয় ঐক্য জয় লাভ করলে তিন শর্তে সবাইকে নিয়ে সরকার গঠন করবে তারা।

  এছাড়া নির্বাচনে জয়ী হলে ৬৪ জেলায় মেডিকেল কলেজে স্থাপন, আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নানামুখী কর্মসংস্থান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।