একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটে জিততে চাচ্ছে: রিজভী
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৪:৩৫ | অনলাইন সংস্করণ

একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ জানুয়ারি) পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
রিজভী অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ভোটারদের নিজেদের দলে কাজ করার জন্য বিকাশে টাকা দিচ্ছে।
তিনি বলেন, ‘তারেক রহমান নির্বাচনী সব আইনকানুন মেনেই প্রচারণা করছেন। যারা অহেতুক বিএনপির বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছেন, তাদের মনে রাখা উচিৎ, অহেতুক মিথ্যা ছড়িয়ে কোনো লাভ হবে না।’
দোয়া মাহফিলে রিজভী আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদ ও তার দোসরদের নির্যাতনের কারণে আরাফাত রহমান কোকোর অকালে মৃত্যু হয়েছে। তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভোট ও নির্বাচনের ন্যায্যতা রক্ষার গুরুত্বের কথাও বলেন।
