ময়মনসিংহের পথে তারেক রহমান
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:২৩ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হয় তার গাড়ি বহর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর আড়াইটায় ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়া, সফর শেষে ঢাকা ফেরার পথে আরও দুটি স্থানে সমাবেশে অংশ নেবেন তিনি। গাজীপুর রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় এবং উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সন্ধ্যা ৭টায় তিনি সমাবেশে যোগ দেবেন।
