কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডে রয়্যাল এনফিল্ডে বিশেষ সুবিধা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২১:৩২ | অনলাইন সংস্করণ

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইফাদ মোটরস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা বাংলাদেশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার সময় বিশেষ সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, হেড অব করপোরেট ব্যাংকিং ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জাহির আহমেদ এবং ইফাদ মোটরসের হেড অব বিজনেস মুইদুর রহমান তানভীর।
এছাড়া ব্যাংক ও ইফাদ মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফাদ মোটরস লিমিটেড বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের অনুমোদিত ডিস্ট্রিবিউটর ও প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
