বাউবির বিএ ও বিএসএস পরীক্ষায় ‘অটোপাস’ গুজব, কর্তৃপক্ষের সতর্কীকরণ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৮:১৫ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়ানো একটি ভুয়া গুজবকে কেন্দ্র করে কঠোর সতর্কতা জারি করেছে।

ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য অনুযায়ী “বিএ ও বিএসএস প্রোগ্রামের পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণকারীদের অটোপাস দেওয়া হয়েছে বা দেওয়া হবে”, তা সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমান আজ (১৫ অক্টোবর) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাউবির পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার তথ্য কেবলমাত্র বাউবির অফিসিয়াল ওয়েবসাইট [www.bou.ac.bd](http://www.bou.ac.bd) এ প্রকাশিত হয়।

তাই বিএ এবং বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থী, টিউটর ও সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অফিসিয়াল ওয়েবসাইট ব্যতীত অন্য উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।