ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির সাবেক পরিচালক শাহ আলম পাটোয়ারীর ইন্তেকাল
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৫:৪৮ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক পরিচালক শাহ আলম পাটোয়ারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত রোববার রাতে তিনি মারা যান। গতকাল সোমবার বাদ জোহর হকার সমিতির সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বাদ ফজর আজমপুর গোরস্তানে তাকে দাফন করা হবে।
হকার সমিতির সামনে জানাজায় সমিতির সর্বস্তরের নেতাকর্মীসহ বাংলাদেশ সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন।
শাহ আলম পাটোয়ারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি, উপদেষ্টামণ্ডলী ও শেয়ারহোল্ডাররা। তার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।
