তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অভিষেক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন-এর অভিষেক ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে এই অভিষেক ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ -এর বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম নীরব, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. শাহনেওয়াজ পারভেজ, তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর সভাপতি খন্দকার জুলফিকার মতিন-সহ শ্রমিক দলের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার জুলফিকার মতিন অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে সভা শুরু করেন। তিনি তিতাস গ্যাসের সিস্টেম লস হ্রাসে বিভিন্ন উদ্যোগের কথা বলেন। এছাড়া, তিতাস গ্যাসের কর্মপরিবেশ ঠিক রাখতে সকলে মিলেমিশে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. শাহনেওয়াজ পারভেজ নবনির্বাচিত শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর কমিটিকে অভিনন্দন জানান। তিনি জ্বালানি সেক্টরের সর্ববৃহৎ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে তিতাস গ্যাসের অবদানের কথা উল্লেখ করেন। এছাড়া, তিতাস গ্যাসের সিস্টেম লস হ্রাসকল্পে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। একইসাথে তিনি তিতাসের শ্রমিক-মালিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন এবং এ সম্পর্ক আরো উন্নতিকল্পে তাঁর দৃঢ় প্রতিজ্ঞার কথা ব্যক্ত করেন।
অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রধান বক্তা নজরুল ইসলাম খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ও তিতাস গ্যাসের অতীত উজ্জ্বল ইতিহাসের স্মৃতিচারণ করেন। তিনি জ্বালানি সেক্টরের অন্যতম প্রতিষ্ঠান তিতাস গ্যাসের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সবশেষে খন্দকার জুলফিকার মতিন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
