বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ ভাইস চ্যান্সেলরের শোক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৪ | অনলাইন সংস্করণ

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

এ তথ্য জানিয়েছেন বিএমইউ-এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

তিনি জানান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। পরে তাঁর স্বামী মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি—এই তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে জানা গেছে।