গ্যাস সরবরাহ স্বাভাবিক: তিতাস গ্যাস কর্তৃপক্ষ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৬:৪৫ | অনলাইন সংস্করণ

মিরপুর রোডে গণভবনের সম্মুখে ক্ষতিগ্রস্থ ৪ ইঞ্চি ব্যাসের ভাল্ভটি নতুন ভাল্ভ দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। এ কাজ সম্পন্ন হওয়ার পর গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়েছে।

নেটওয়ার্কে গ‍্যাসের চাপ পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।