ঠাকুরগাঁওয়ে শীতার্তদের পাশে কর্মসংস্থান ব্যাংক ও জেসিআই
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:২০ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে কর্মসংস্থান ব্যাংক ও জেসিআই ঢাকা ইউনাইটেড। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কর্মসংস্থান ব্যাংক, ঠাকুরগাঁও শাখার আয়োজনে এই মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুল হক।
অনুষ্ঠানে তিনি বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে কর্মসংস্থান ব্যাংক ও জেসিআই ঢাকা ইউনাইটেডের এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিত্তবান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের এমন সমন্বিত প্রচেষ্টায় শীতার্ত মানুষের দুর্দশা লাঘব করা সম্ভব।”
কর্মসংস্থান ব্যাংকের আঞ্চলিক কার্যালয় (দিনাজপুর)-এর এজিএম মো. আব্দুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও জেসিআই ঢাকা ইউনাইটেডের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট প্রকৌশলী এ এফ এম ফাহমিদুর রহমান অনি।
তিনি তার বক্তব্যে যুব সমাজের পক্ষ থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মঞ্জু রিয়াজুল হক এবং জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট মাসউদ বিন আব্দুর রাজ্জাক।
বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কর্মসংস্থান ব্যাংক ও জেসিআই ঢাকা ইউনাইটেড সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতের এই তীব্রতা চলাকালীন সমাজের অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুশৃঙ্খলভাবে এলাকার কয়েকশ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
