ইস্টার্ন ইউনিভার্সিটির সামার শিক্ষার্থীদের নবীনবরণ
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে সামার (২০২৫) শিক্ষার্থীদের নবীনবরণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেড গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মো. মনিরুজ্জামান মোল্লা, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইঞ্জি. খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি। অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনের উপর গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
