চট্টগ্রাম বন্দরে চালু হলো ডিজিটাল পেমেন্ট পদ্ধতি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের অন্যতম সামুদ্রিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের পেমেন্ট পদ্ধতিতে এক মাইলফলক রূপান্তর ঘটেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এবং ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) পারষ্পরিক সহযোগিতায় চালু হয়েছে এপিআই প্রযুক্তিভিত্তিক সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট পদ্ধতি। গত শনিবার সন্ধ্যায় রেডিসন ব্লু চট্টগ্রাম হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহন উপদেষ্ঠা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই উদ্যোগকে স্মার্ট এবং দক্ষ আগামীর যাত্রায় একটি সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করে বলেন, ‘এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরে ডিজিটাল গভর্নেন্স বাস্তবায়নে বন্দর কর্তৃপক্ষের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে যা বন্দরের পেমেন্ট অবকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করবে’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা যেকোনো স্থান থেকে ভ্যাট, এআইটি, ওয়েলফেয়ার চার্জসহ অন্যান্য পেমেন্ট সহজেই সম্পন্ন করতে পারবেন এবং স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট কনফার্মেশন লাভ করবেন। অডিটের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত হবে। সর্বোপরি বন্দরের জট এবং পরিচালন ব্যয় হ্রাস পাবে, সব অংশীজনদের ক্ষেত্রে টার্ন-এরাউন্ড সময় কমে আসবে এবং দীর্ঘসূত্রিতার অবসান ঘটবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
