তথ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুল, সম্পাদক শরীফুল
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বিসিএস (তথ্য) ক্যাডারে বাংলাদেশ বেতারে কর্মরত কর্মকর্তাদের অ্যাসোসিয়েশনের বিদায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিসিএস তথ্য-সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির সপ্তম কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা বাংলাদেশ বেতারের পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) মো. আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা বাংলাদেশ বেতারের উপ মহাপরিচালক (বার্তা) মুহাম্মদ শরীফুল কাদের। কমিটির অন্যান্য দায়িত্বপ্রপ্ত সদস্যরা হলেন- মর্জিনা বেগম, মোছা. তানিয়া পারভিন, সাইদুজ্জামান সাঈদ, মো. মামুন আকতার, মুহাম্মদ মাসুদুর রহমান, আল আমিন শেখ, নাজনীন সুলতানা, রোকসানা রহমান, সৈয়দা তাসলিমা আক্তার, মো. রাসেল শেখ, মো. জসিম উদ্দিন, মেহেদী শাহ নেওয়াজ জলিল, মো. দুলাল হোসাইন, ড. মু. মাহবুবুর রহমান, এবিএম মাহবুবুর রহমান, সৈয়দ জাহিদুল ইসলাম, মো. মনির হোসেন, খালিদ মাহমুদ, মো. মাহমুদুন নবী।
