জনতা ব্যাংকের ঢাকা-উত্তর বিভাগের ব্যবসায়িক সম্মেলন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জনতা ব্যাংক পিএলসির ঢাকা উত্তর বিভাগীয় অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন গত সোমবার বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম মরতুজা। ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: আনিছুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভাগের এরিয়া প্রধানগণ ও অন্যান্য নির্বাহীবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি