ব্যবসায়ীদের নিয়ে ইটিএল ও ইসিএলের সম্মেলন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

কারওয়ানবাজারস্থ ইলেকট্রিক ব্যবসায়ীদের নিয়ে ইস্টার্ন টিউবস লিমিটেড (ইটিএল) ও ইস্টার্ন ক্যাবলস লিমিটেড (ইসিএল) এর পণ্য পরিচিতি ও বিপণনসহ বিভিন্ন বিষয় নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব, মহোদয়। সম্মেলনে বিএসইসি বিপণন বিভাগীয় প্রধান মো. মনিরুজ্জামান খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) মো. ওসমান গনি, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মঞ্জুরুল হাফিজ, পরিচালক (বাণিজ্যিক) বিশ্বাস রাসেল হোসেন, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ড. মো. বেলাল হোসেন, বিএসইসির সচিব একেএম আনোয়ার মোর্শেদ, সিপিও কৃষিবিদ মো. সারওয়ার জাহান, সিএ অলোক প্রিয় বড়ুয়া, প্রধান প্রকৌশলী মোহাম্মাদ শাখাওয়াৎ হোসেন, ইসিএ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক মোড়ল এবং ইটিএল এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ সাহেরুল আজমসহ প্রতিষ্ঠানসমূহের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে ইস্টার্ন টিউবস লিমিটেড ও ইস্টার্ন কেবলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালকরা ব্যবসায়ীদের উদ্দেশে তাদের উৎপাদিত পণ্যের গুণাগুণ, ওয়ারেন্টি ও অন্যান্য সুবিধাসমূহ তুলে ধরেন এবং মানসম্মত দেশীয় ইলেকট্রিক পণ্য বিপণনে উৎসাহিত করেন। অনুষ্ঠানে ব্যবসায়ীরা দেশে উৎপাদিত ইলেকট্রিক পণ্যের দর প্রতিযোগিতামূলক করার উপর গুরুত্বারোপ করেন এবং বর্তমান বাজারে এসব পণ্যের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করেন। চেয়ারম্যান মহোদয় ব্যবসায়ীদের যৌক্তিক দাবিপূরণের এবং কার্যকরী সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
