শীতকে সামনে রেখে ‘এলিট লাইফ স্টাইল’ নিয়ে এসেছে বাহারি ডিজাইনের ব্লেজার। শীতকে উপভোগ্য করে তুলতে ‘এলিট লাইফ স্টাইল’ সব রকমের পোশাকের সমারোহ করেছে। ফ্যাশন হাউস এলিট লাইফ স্টাইলের কালেকশনে রয়েছে নতুন ডিজাইন ও নতুন স্ট্যাইলের ব্লেজার, হুডি, জ্যাকেট, ফুল হাতা শার্ট, ফুল হাতা টি-শাট, শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ডেনিম জ্যাকেট, পলোশার্ট, ডেনিম, পাঞ্জাবি, পাজামা, লেডিস কুর্তা, থ্রিপিস, লেহেঙ্গা, শাড়ি।