ঢাকা ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ওভারকোড

শিউলি আক্তার শারমিন

পোশাক রোদশী
শিউলি আক্তার শারমিন

শীতের পোশাক ওভারকোড এটি শাড়ির সাথে, জিন্সের প্যান্ট গেঞ্জি সাথে এবং সালোয়ার কামিজ যে কোন ড্রেসের সাথে ওভারকর সুন্দর ভাবে মানিয়ে যায়। এটি খাদি ও জুটকটন কাপড় দিয়ে তৈরি করা। শীতের দিনে খাদি ও জুট কটন কাপড়ের অত্যন্ত আরামদায়ক এবং কমফোর্টেবল। শীতের দিনে অনায়াসে ব্যবহার করা সম্ভব। কাপড়টা একটু মোটা হওয়াতে হালকা শীত বা বেশি শীতে এটা কাভার করে নেয়। আর ওভারকোট ফ্যাশনেবল বলে যেকোনো বয়সের মানুষের সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। তাই দেশেও পণ্য হিসেবে খাদি এবং জোট কটন এর ব্যবহার তুলনামূল্য বাড়ানো উচিত। তাই আমারা দেশীয় পণ্যকে আরো বেশি করে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত