
শর্ট ভিডিও ও বিনোদন প্ল্যাটফর্ম টিকটক ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। টিকটক রিপোর্ট ২০২২-এর বার্ষিক প্রতিবেদনটিতে ২০২২ সালে প্ল্যাটফর্মটির গ্লোবাল কমিউনিটির ট্রেন্ড, ক্রিয়েটর ও বিশেষ মুহূর্তগুলো তুলে ধরেছে। যেখানে #ফরইউ বাংলাদেশের পাশাপাশি বিশ্বের কাছে জনপ্রিয় হয়েছে। এ বছর বাংলাদেশে টিকটকের মাধ্যমে মানুষ নানা ধরনের অভিজ্ঞতা লাভ করেছে। নতুন কিছু টিপস শেখানো হয়েছে, যার মাধ্যমে আমাদের জীবনযাপন সহজ হয়েছে। বাংলাদেশে টিকটকের ২০২২ সাল উদযাপনে আরও কিছু আসছে, টিকটকের সঙ্গেই থাকুন। ২০২২ এমন একটি বছর যা সত্যিকার অর্থে #ফরইউ কে তৈরি করেছে, সে সম্পর্কে আরও জানতে চান? আমাদের ইন-অ্যাপ হাবের মাধ্যমে এ বছরের অবিস্মরণীয় ট্রেন্ড, ক্রিয়েটর ও মুহূর্তগুলো আবিষ্কার করতে পারেন। বাংলাদেশ থেকে চলতি বছরে জনপ্রিয় ভিডিও-এর তালিকায় শীর্ষে রয়েছে সামিরা খান মাহি। তিনি তার ভিডিও এর মাধ্যমে দেখিয়েছে কীভাবে প্রাণবন্ত থাকা যায়। জীবনমুখী শিক্ষামূলক জনপ্রিয় ভিডিও-এর তালিকায় সবার উপর রয়েছে জুবায়ের তালুকদার। জনপ্রিয় গান ও সাউন্ড ট্র্যাকের ভিডিও-এর তালিকায় শীর্ষে রয়েছে শিল্পী হাবিব ওয়াহিদ ও মুজার সম্মিলিত গান ‘বেণী খুলে’। তরুণ প্রতিভাবান টিকটক ক্রিয়েটরদের তালিকায় সবার প্রথমেই রয়েছে ড. অনুরাধা দত্ত। সৃজনশীল টিকটক ট্রেন্ডের তালিকায় সবার উপরে ছিল ‘পিক মাই মেকআপ’। খাবারের ট্রেন্ড #FoodTok-এর তালিকায় শীর্ষে ছিল ‘ট্রাডিশনাল কাচ্চি’।