ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ট্রু-কলারের নতুন ফিচার

ট্রু-কলারের নতুন ফিচার

অপরিচিত নাম্বার থেকে ফোন এলে সহজেই ধরে ফেলার জনপ্রিয় অ্যাপ ট্রু-কলার। তবে আইফোনের তুলনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপের সুবিধা বেশি পেতেন। এবার আইফোন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় নতুন ফিচার নিয়ে আসছে ট্রু-কলার। ‘অটো ব্লক স্প্যাম’ ফিচারের মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সহজেই কলটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ট্রু-কলার জানিয়েছে ‘অটো ব্লক স্প্যাম’ ফিচার এবার শুধু শনাক্তই নয় অপরিচিত স্প্যাম নাম্বারগুলো ব্লক করে দেবে। ফলে ভুয়া ও বিভ্রান্তিকর ফোন কল নিয়ে আর ভোগান্তি পোহাতে হবে না।

কীভাবে বুঝবেন কোনো কলগুলো ব্লক করেছে ট্রু-কলার? জানা গেছে, এই স্প্যাম ফোনগুলো কল লগে মিসড কল হিসেবে দেখাবে। পাশে লেখা দেখাবে, স্ক্যামার বা ফ্রড। বর্তমানে কোনো বৈধ অ্যাকাউন্ট থেকে ফোন এলে তার নামের পাশে টিক-চিহ্ন দেয়া থাকে এবং তার নিচেই থাকে ভেরিফায়েড ব্যাজ লেখাটি। ফলে গ্রাহক দ্বিধাহীনভাবে কথা বলতে পারছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত