সময় আন্তনাক্ষত্রিক বস্তু থেকে বের হওয়া আলো নিয়ে বিভ্রান্তি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক
আমাদের সৌরজগতের মধ্যে থাকা রহস্যময় এক আন্তনাক্ষত্রিক বস্তুর পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আভি লোয়েবের মতে, ৩আই/অ্যাটলাস নামের বস্তুটি নিজস্ব আলো তৈরি করছে। একটি যানবাহনের হেডলাইট জ্বালিয়ে দেওয়ার মতো মনে হচ্ছে বিষয়টি। বস্তুটির উৎস ও পরিচয় বর্তমানে একটি রহস্য। গত ২১ জুলাই হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে বস্তুটির ছবি তোলা হয়। সেই ছবিতে দেখা যাচ্ছে, সূর্যের দিকে মুখ করে থাকা বস্তুটির এক পাশে আলোকিত অঞ্চল রয়েছে।
