অ্যাপের মাধ্যমেই হ্যাক হতে পারে ফোন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক
স্মার্টফোনে অসংখ্য অ্যাপ ব্যবহার করেন নানান কাজে। যখন যেটা ইচ্ছা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিচ্ছেন। কিন্তু জানেন কি, এই অ্যাপের মাধ্যমেই হ্যাকার আপনার ফোনের নাগাল পেয়ে যেতে পারে। বড় বিপদ লুকিয়ে থাকতে পারে আপনার স্মার্টফোনে ডাউনলোড করা অ্যাপের মধ্যেই। এর থেকেই বড় কোনো প্রতারণার ফাঁদে পড়তে পারেন। অনেকেই মোবাইলে একসঙ্গে প্রচুর অ্যাপ ডাউনলোড করে রাখছেন। অথবা কোনো বন্ধু বা পরিচিতের কাছ থেকে শুনে খুব সম্প্রতি আপনি নিজের স্মার্টফোনে কোনো নতুন অ্যাপ ডাউনলোড করেছেন। তারপর দেখা দিচ্ছে ফোনের নানান সমস্যা।
