স্বাস্থ্য কর্নার
ওজন কমায় লাউ
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য ডেস্ক
ওজন কমাতে লাউ ভীষণ উপকারী। কারণ এতে ক্যালরি কম, জলীয় অংশ বেশি (প্রায় ৯৬%) এবং প্রচুর ফাইবার থাকে, যা পেট ভরা রাখে, ক্ষুধা কমায়, হজমশক্তি বাড়ায় এবং শরীরকে হাইড্রেটেড রাখে। এটি জুস কিংবা রান্না করেও খাওয়া যায় এবং ওজন কমানোর প্রক্রিয়ায় একটি দারুণ প্রাকৃতিক সহায়ক। ওজন নিয়ন্ত্রণ রাখা আজকের জীবনের অন্যতম চ্যালেঞ্জ। নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমের পাশাপাশি খাদ্যতালিকায় এমন সবজি রাখা জরুরি, যা স্বাভাবিকভাবে ওজন কমাতে সাহায্য করে। তেমনই একটি সবজি হলো লাউ। হালকা, কম ক্যালরিযুক্ত এবং পুষ্টিকর লাউ ওজন কমানোর ক্ষেত্রে খুবই কার্যকর। লাউ ভর্তা, লাউ দিয়ে ডাল, সেদ্ধ লাউ কিংবা হালকা ভাজি বিভিন্নভাবে খাদ্যতালিকায় রাখা সম্ভব। নিয়মিত ও পরিমিত খেলে ওজন কমানো সহজ হয়। আর ওজন নিয়ন্ত্রণে রাখতে লাউ হতে পারে আপনার খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ একটি অংশ। কম ক্যালরি, বেশি পানি ও ফাইবার সমৃদ্ধ এ সবজি শুধু ওজন কমায় না, আপনার শরীরও রাখে হালকা, সতেজ ও স্বাস্থ্যবান। তাই নিয়মিত লাউ খাওয়াকে ওজন কমানোর জীবনধারার অংশ করা উচিত বলে মনে করেন পুষ্টিবিদরা। কারণ লাউতে রয়েছে প্রচুর পরিমাণ পানি ও ফাইবার, যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং হজম প্রক্রিয়া ভালো রাখে। এতে ক্যালরি কম, তাই বেশি খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে না। এর পাশাপাশি লাউয়ে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে এবং বিভিন্ন খনিজ উপাদান, যা আপনার শরীরের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।
