মানুষ হতে চায় চ্যাটজিপিটি!
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর শুধু সায়েন্স ফিকশন মুভির গল্প নয়, বরং ২০২৬ সালে দাঁড়িয়ে আমাদের প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ভাবুন তো, যে যন্ত্র নিখুঁত যুক্তি আর কোডিং-এ চলে, সে যদি একদিনের জন্য রক্ত-মাংসের মানুষ হতে চায়? সম্প্রতি এক যুবকের প্রশ্নের উত্তরে চ্যাটজিপিটি যা জানিয়েছে, তা পড়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা।
