আইফোনকে টেক্কা দিতে আসছে গুগল পিক্সেল ১০এ
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তথ্যপ্রযুক্তি ডেস্ক
আপনি যদি গুগলের পিক্সেল স্মার্টফোনের ভক্ত হন, তবে আপনার জন্য রয়েছে বড় সুখবর। আগামী মাসেই বিশ্ববাজারে আসতে পারে গুগলের নতুন চমক ‘গুগল পিক্সেল ১০এ’ (Google Pixel 10a)। সাধারণত মার্চ মাসে সাশ্রয়ী সিরিজের ফোন আনলেও, এবার নির্ধারিত সময়ের আগেই ফোনটি উন্মোচনের পরিকল্পনা করছে গুগল। কয়েক মাস আগে বাজারে আসা পিক্সেল ১০ সিরিজের একটি সাশ্রয়ী সংস্করণ হিসেবে এটি আত্মপ্রকাশ করবে। সম্প্রতি এক প্রতিবেদনে ফোনটির সম্ভাব্য ফিচার, স্টোরেজ এবং রঙের তথ্য ফাঁস হয়েছে।
আইফোনের সাথে লড়াই ও সম্ভাব্য দাম : বাজার বিশ্লেষকদের মতে, পিক্সেল ১০এ সরাসরি অ্যাপলের আসন্ন সাশ্রয়ী মডেল ‘আইফোন ১৭ই’ (iPhone 17e)-এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে। ভারতে পিক্সেল ১০এ-এর দাম শুরু হতে পারে প্রায় ৪৯,৯৯৯ রুপি থেকে। অন্যদিকে, আইফোন ১৭ই-এর দাম হতে পারে প্রায় ৬০,০০০ রুপি। সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম এআই ফিচার এবং স্টক অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা দিতে পিক্সেল ১০এ হতে পারে গ্রাহকদের প্রথম পছন্দ। বৈচিত্র্যময় রঙ ও স্টোরেজ সুবিধা : ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, পিক্সেল ১০এ মডেলটি ১২৮ জিবি এবং ২৫৬ জিবি— এই দুই ধরনের অভ্যন্তরীণ ধারণক্ষমতা বা স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। রঙের ক্ষেত্রেও থাকছে বৈচিত্র্য। প্রথাগত কালো, অফ-হোয়াইট এবং ল্যাভেন্ডার রঙের পাশাপাশি এবার ‘বেরি’ নামক একটি আকর্ষণীয় লাল রঙে ফোনটি বাজারে আসতে পারে।
শক্তিশালী চিপসেট ও প্রাণবন্ত ডিসপ্লে : পিক্সেল ১০এ মডেলে থাকতে পারে ৬.৩ ইঞ্চির এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২০০০ নিট উজ্জ্বলতা পাওয়া যাবে, যা রোদেও স্ক্রিন স্পষ্ট দেখতে সাহায্য করবে। ফোনটি গুগলের নিজস্ব ‘টেনসর জি৪’ চিপসেট দ্বারা চালিত হবে, যার সঙ্গে থাকবে ৮ জিবি র্যাম।
