সোহেল আহসান

নিদ্রাহীন আকাঙ্ক্ষা

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কি স্নিগ্ধ একটা সকাল পেরিয়ে এলাম

প্রতিটি সকালই প্রত্যাশা নিয়ে শুরু হয়

সম্ভাবনাগুলো আবার রাতের আঁধারে মিশে যায়

ভোরের প্রতীক্ষায় নিদ্রাহীন আকাঙ্ক্ষারা জেগে থাকে

শালিক পাখিরা দল বেঁধে ভোরের বাতাসে ভাসে

জীবনের ছন্দে ছন্দে হারিয়ে যায় আকাশে