ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

গরমের দাপট

কাজল নিশি
গরমের দাপট

গরমের দাপটে শরীরটা জ্বলছে

বিদ্যুৎ মামা চলে যাওয়ায় দাপাদাপি চলছে!

দাদা-দাদি শিশু-কিশোর মরি মরি বলছে,

শরীরটা ঘামছে!

ট্যাংকিতে পানি নাই

চাপকলে পানি পড়ে কম!

হায় কী যে হাহাকার, যাবে বুঝি দম।

হাত পাখা ঘুরাতেও বিরক্ত লাগে

ঘরে থাকা যায় না যেতে চাই বাহিরে

সূর্যের খরতাপে সেই উপায়ও নাহিরে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত