ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কবিতা

পাগল ও মিথ্যা

নুসরাত সুলতানা
পাগল ও মিথ্যা

এই যে আমাকে ভাত খাইয়ে তিন ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করলে..

তোমাদের বেশুমার আনন্দ হল তো?

আমি এক স্বজন হারা, প্রেম না পাওয়া পাগল!

আমার মরণ এনে জীবন দিয়ে তোমাদের পৈশাচিক

সত্তার তৃপ্তি এনে দিয়ে গেলাম...

আমার আঙুল থেতলে তোমরা আসলে

থেতলে দিয়েছ বিচার, মানবতা, গণতন্ত্র

আর মনুষ্যত্ব...

কিন্তু এদেশের কৃষক ট্যাক্স দিয়ে তোমাদের পড়ায় সর্বোচ্চ বিদ্যাপীঠে।

তারা কী জানে এইসব বিদ্যাপীঠ আজকাল

কিছু নেকড়েও তৈরি করছে...

তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই

শুধু বলে দাও অইপাড়ে গিয়ে আমি লাখ লাখ

শহীদ আত্মাকে কী বলব- যখন তারা জিজ্ঞেস করবে

কেমন আছে বাংলাদেশ? লাল-সবুজ পতাকা কেমন আছে?

আমি কী বলব? ভালো আছে!

আমি তো মানুষ নই, তোফাজ্জল পাগল।

পাগল তো ভাই মিথ্যা বলে না!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত