ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সময়ের অগ্নিগোলক

সঞ্জয় দেওয়ান
সময়ের অগ্নিগোলক

জন্মান্ধ গাছের মিথ্যে বাকলে লেখোনা দ্রোহের গল্প;

নির্মাণ করোনা কাব্যসৌধ।

পাথুরে চোখের নালিশে করোনা সমর্পণ গোপন কান্নার বিনয়!

কালের মায়াময় রক্তচিহ্ন লেগে আছে

স্নিগ্ধ চাঁদের রিনরিনে হাসিতে;

দূর্বাফুলের সন্ধিমূলে, রাধাচূড়ার গিরিখাতে।

সময়ের অগ্নিগোলকের দাগ লেগে আছে

সেদ্ধ ধানের নির্ঘুম প্রণয়ে;

পশ্চিমের দ্বৈতয়িক মেঘে, লবঙ্গলতার নাভিকূপে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত