ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিল্পের ছবি

বজলুর রশীদ
শিল্পের ছবি

শারদ না-বোঝা জলের বিভাজন।

নদী কেন্দ্রিক শুভ্রকাশের ক্যানভাসে

কিছুটা এগিয়ে যেতেই

মৃদুমন্দ বাতাস-

উড়ন্ত মেঘেদের সমীকরণে

সুখের মোহনা নিয়ে আঁকে

পথ চেয়ে বসে থাকে শিল্পীরা।

অন্য কোনো কাজ নয়,

গোধূলির লগ্নে দেখি

কাশবনের বুক চিরে

অনন্য অবকাশে কেউবা-

সেলফি তোলার মহড়ায়

প্রকৃতিতে দারুণ এক শিল্পের ছবি;

হয়তোবা-

অসম বন্দনায় গেয়ে উঠলে

সন্ধে আশ্রয় নেবে নেশাতুর আলাপন।

এর কোনো শেষ নেই,

শারদ প্রাতে সবসময় অনুভবে দোলে কাশফুল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত