ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিদগ্ধ হরফ

জাকির আজাদ
বিদগ্ধ হরফ

আমার পৃথিবী বেশ অসুস্থ খুব নাজুক আজ,

যেখানে ঘটে রোজ ঘূর্ণিঝড় পড়ে অগন্তি বাজ

প্রকৃতিই নিয়ে থাকে কোনো তাণ্ডবের সূক্ষ সাজ

উলঙ্গ নৃত্যে মত্ত প্রতিটি পদক্ষেপ ভুলে লাজ।

কারা যেনো সশব্দে বেসুরে কণ্ঠে তুলে শুধু গান,

জবরদস্তি খাটিয়ে টেনে নিচ্ছে স্ব-সঞ্চিত মান

একটুর চেয়ে একটু দায় থাকে না মায়া টান

বার বার হিসাব-নিকাশে করে ব্যস্ততার ভান।

কষ্টের এক দিগন্ত যে আমার পৃথিবীর পাট,

তাতে তির্ষক সূর্য্য রশ্মির সমারোহে বসে হাট

শুধু নানাবিধ অনুসঙ্গ যোগ হয় করি ছাট

বন্ধ করে রাখা উপসংহার খুলছে ফাটফাট।

আমার মুভমেন্টগুলো পঙ্গু মানুষের যে হাল,

বেঁচে থাকা সবিস্তারে আজ বা আগামীকাল

কোনো গণনা নেই যাচ্ছে, কোনদিন কোন সাল

ভুলের বাহুল্য চকিতে নষ্ট করে বাঁচার তাল

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত