ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অবুঝ মন

আজিজ ইসলাম
অবুঝ মন

মন বড্ড হারামি জিনিস,

যতই তাকে বোঝাও, শোনে না কিছুই।

যাকে ছুঁতে চাও, সে থাকে দূরে,

যার হাসি চাও, সে মুখ ফিরিয়ে চেয়ে মরে।

এ তাকেই ভালোবাসবে, যে ভালোবাসবে না,

এ তাকেই কেয়ার করবে, যে গুরুত্ব দেবে না।

এমনই এক অদ্ভুত খেলা,

যেখানে মনের ইচ্ছারাই হয় জ্বালা।

তবু মনকে বোঝাবে কে,

সে ছুটবে ঠিক সেই পথে।

যেখানে ব্যথার স্রোত,

আর অশ্রুর গোপন কণ্ঠস্বর ছোট।

তবু ভালোবাসা ত্যাগ করতে পারে না মন,

কিছু না পাওয়ার মধ্যেও খুঁজে নেয় স্বপ্ন।

অকারণে প্রতীক্ষা, অবুঝ আকাঙ্ক্ষা,

এইসব নিয়ে গড়াই মনের ভালোবাসা

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত