ভবিষ্যৎ নিঃশব্দে হেঁটে যায়

আরিফ আনজুম

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ট্রেন স্টেশন ছেড়ে গেলে

ফের জনসমুদ্রে ভরে ওঠে সমান্তরাল।

আকাশ-বাতাস অনেকটা নির্লিপ্তভাবে

কিছু শোকে বাসা বাঁধে মুহূর্তে

এক সমান্তরালে হেঁটে আপন খেয়ালে

অনেক রক্তক্ষরণ জন্ম দিয়েছিল শিশু।

সেই শিশুটিকে বহু কাঠখর পুড়িয়েও

অধিকার ছাড়তে হয় উৎসমুখে যে কোনদিন

লালিত সৌন্দর্যে মরচে ধরে যায়

উ™£ান্ত পথিকের মতো মৃদু হেসে-

যদিও সান্ত¡না উপচে পড়ে ডানে বাঁয়ে

আকাশ তবু অন্ধকারে ঢেকে থাকে।

কারণ অঙ্গীকার ছিল সুদৃঢ় সবকিছু বাজি রেখে

কিন্তু ভবিষ্যৎ নিঃশব্দে হেঁটে যায় উল্টো পথে।