নব বসন্ত

মুরাদ হাসান

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

চমকে উঠে পলাশ ফুল

শোনে কোকিলের গান

লজ্জাবতী ঘোমটে খুলে

পেল নবপ্রাণ।

ময়ুর-ময়ুরী ছন্দে নাচে

ফাগুন বীণার তানে

জাগরিত সকল কুল

নব বসন্তের বানে।