প্রিয় মেঘগুলো

আনোয়ার কামাল

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আমি এখন চোখের পাতা ফেলতে পারি না, এমন কি

ডানে বা বামে ভালো করে তাকিয়ে দেখতে পারি না

শুধু খোলা আকাশের মেঘের দিকে তাকিয়ে থাকি

কালো মেঘ, সাদা মেঘ, নীল মেঘ, বাদামী মেঘ

হরেক রকম মেঘ, মাঝে সবুজ মেঘ এই আসে এই যায়।

কেউ একঠাঁয় দাঁড়িয়ে থাকে না, মেঘেরা কোথায় যায়

কোথায় তাদের বসত-বাটি! আমার প্রিয় রঙের মেঘগুলো

আজকাল আর চোখে পড়ে না। কেবলই ভেসে আসে গাঢ়

কলো মেঘ। ঘোর আঁধার নেমে আসার অশনি সংকেত দেখি

তবু আমি খোলা আকাশের দিকে চেয়ে থাকি,

খুঁজে ফিরি আমার প্রিয় মেঘগুলোকে

সাদা মেঘ, নীল মেঘ, বাদামী মেঘ, সবুজ মেঘ...