নারী তুমি সুন্দর

আব্দুল আহাদ

প্রকাশ : ০৩ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

নারী তুমি সুন্দর বহুরূপে গুণান্বিত

তোমার রূপের গুণেই

মুগ্ধতার জীবন হয় সুন্দর,

নারী তুমি সুন্দর তোমার সেই হাসির

মায়ায় আছে যে রংধনু।

নারী তুমি সুন্দর যদি রাখো ধরে

মায়ায় সেই আঁচল,

মুগ্ধ হবে পুরুষের সেই জীবন

তোমার একটু ব্যবহারে

ব্যবহারে কালো ধোঁয়া রেখো না সেই মনে।

নারী তুমি সুন্দর তোমার সেই কর্মের ধারা

রেখো তুমি ধরে তোমার সেই মুগ্ধতার মনে,

তুমিও যে হবে মা, জীবন সংসারের

সেই চাবিটা হবেই যে একদিন তোমার

নারী তুমি সুন্দর।

 

নারী তুমি সুন্দর সংসারের সেই আলোর ছবি

রেখো তুমি সম্মান তুমিও যে নারী একজন,

নারীর সম্মান

নারী রাখবে এটাই তো নীতি ধর্ম

নারী তুমি সুন্দর বহুরূপে গুনান্বিত।