হাজার বছর

শারমিন নাহার ঝর্ণা

প্রকাশ : ০৩ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

জীবনে এমন একজন মানুষ থাকা খুব প্রয়োজন

যাকে খুব খুব ভরসা করা যায়,

যাকে মনের জমানো সমস্ত অভিযোগ

আবেগ,অনুভূতি নির্দ্বিধায় বলা যায়।

যার সঙ্গে ইচ্ছে মতো মনের গহিনে লুকিয়ে রাখা-

ক্ষোভ, যন্ত্রণা, বিরহ, ব্যথা, সুখ, দুঃখ, হাসি, কাঁন্না

আর অভিমান ভাগাভাগি করা যায়।

যার কাঁধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়,

যার অনুপ্রেরণা ভরা মায়া মাখানো

কথা আমাকে প্রশান্তির ছায়া তলে যতনে রাখে।

যার চোখের দিকে তাকিয়ে

মন বিশ্বাসের কাননে হারিয়ে যায়,

তার জন্য হলে ও হাজার বছর বাঁচা যায়।