ভালোবাসায় অসুখ এবং সুখ

রহিম ইবনে বাহাজ

প্রকাশ : ১০ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কাননে ফুল ফুটুক

মৌমাছি মধু নিতে আসুক

সন্ধ্যায় জ্বলুক জোনাকি।

চুপিসারে বলুক একাকী

ভালোবাসায় অসুখ এবং পরম সুখ।

ভালোবাসায় গৃহত্যাগ,

কখনো দেশান্তরী, ফেরারী আসামীর মতো দিগ্বিদিক ছুটে চলা।

ভালোবাসা কখনও তালগাছটির একপায়ে দাঁড়িয়ে তোমার জন্য

দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে গুনতে

সূর্যটি হারিয়ে যাওয়ার দৃশ্য দেখা।

কেউ বলুক

ভালোবাসার যন্ত্রণাগুলো মধুর হয়

ভালোবাসা না- পাওয়ার একটা জয়

ভালোবাসায় অসুখ এবং পরম সুখ।