অজুহাত কাব্য

রায়হান উল্লাহ

প্রকাশ : ১৭ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

১.

কানে গরম লাগে

তাপ নেই,

কবিতার নাফরমানি।

মনে শরম লাগে

ভাপ নেই,

কবিতার সালতামামি।

২.

কথা ছুড়ে দেই

কাহনের

কথোপ-কথনে।

কথা ফুড়ে নেই

বাহনের

যথোপ-যতনে।