নিবেদন নজরুলকে

ফয়জুল আলম পাপ্পু

প্রকাশ : ২৪ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

নজরুল,

যেদিন তুমি জন্মেছিলে

বাংলার রূপ সেদিন ছিল ভিন্ন

যেদিন তুমি জন্মেছিলে

আমার পরিচয় সেদিন ছিল ভিন্ন

পরাধীনতার শেকল আর নিষ্পেষণে

প্রশ্নবিদ্ধ ছিল আমার জাতীয়তা

জাতির মর্যাদা এবং স্বাধীনতা

জন্মের পর পরই শিশুর প্রথম চিৎকারের মতো

অভিভাষণে, কাব্যে আর গানে

যেন নিলে দায়িত্ব ‘তন্দ্রাচ্ছন্ন’ আমার ঘুম ভাঙানোর।

অবেলায়-অসময়ে

কালব্যধির দংশনে খাবি খেয়ে

যদিও পারোনি লেখনীর সবটুকু উজাড় করে দিতে।

তবুও নজরুল,

আমি, পিতা আর পিতামহ

এবং প্রতিটি স্বাধীনচেতা বাঙালির

স্বপ্নময় চৈতন্যে জাগালে জোয়ার

অন্তরের অন্তঃস্থলে অকৃপণ নাড়া দিয়ে বললে

‘...বাংলাদেশ মম...’

সেই থেকে তুমি আমাদের জাতীয় কবি ॥