পড়তি সন্ধ্যাকালের কাক

সাকিব জামাল

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

পুরো শহরজুড়ে উড়ে বেড়ালাম একলা একা

কেউ ডাকলো না কাছে। কতো কোকিল

বেড়ে উঠলো আমার ওমে; তারাও

ভুলে গেছে অতীতের গান।

কতো কতো ক্লান্ত প্রাণ,

ডাস্টবিনের পাশে অসহ্যবোধে

খাবার খোঁজে। দূষিত জল করে পান।

কথা রাখেনি দখিনা হওয়া!

ভীষণভাবে সৌরভহীন।

আর গৌরবহীন বাস্তুসংস্থান;

ভেসে চলা প্রান্তজনের এই শহরে! আমি?

পড়তি সন্ধ্যাকালের কাক।

ধীরে ধীরে অন্ধকারে হারাই- আজন্ম পাপে!