হাতকড়াহীন আসামি

তানজীনা ফেরদৌস

প্রকাশ : ২১ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সে আমার দুঃখ শুনে কাঁদে,

আমার সকল অপ্রত্যাশিত হারানো গুলো

দু’হাতে আঁজলা করে আমার আঁচলে বেঁধে দিতে চায়।

অসহায় হয়ে আরেকজনের মুখে সারাক্ষণ চেয়ে থেকেও

যে আশার বাণী শুনতে পারিনি।

আজকে সে এই মুখে চেয়ে আশা করে।

সব অপ্রাপ্তিগুলো প্রাপ্তি হয়ে জ্বলতে থাকে

ধূপকাঠি হয়ে সন্ধ্যাপ্রদীপ জ্বালানো বারান্দায়।

সকল পরাজয় জনশূন্যে সাঁতার কাটে।

প্রশ্নরা মিছিল করে আর ভাবে...

হাতকড়াহীন এক আসামি জীবনের ইতি চাই।

পরক্ষণে চোখে আবার শ্রাবণ ধারণ করে——

কারণ আমি ঋতু পরিবর্তনের সঙ্গে পালকের রঙ বদলাতে পারি না।