দুটি হৃদয়ে অভিন্ন স্পন্দন
মুহাম্মদ রফিক ইসলাম
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দুই কূলের দৃশ্যত পাহারায়
জলবন্দি নদী
চঞ্চল স্রোত যেন মন্থর স্থবির
ফেনার কার্নিশে পুঁতানো ঢেউ!
পাতার ফাঁকে উঁকি দেয়া পাখি
বৃক্ষের ছায়া নিয়ে নেমে যায়,
মায়াবন্দি নদীর শিয়রে আকাশ
মেঘের কাছাকাছি মুছে যায় জলজ রং
জলের ক্রন্দন।
নদীর অতলেই সহজ ঝিনুক
দুরূহ মুক্তোর শাঁস;
হয়তো তুমি ও আমি দু’কূলে
ভিন্ন পথে
অভিন্ন জলধারায় আমাদের স্পন্দন!