ফি-বছর বর্ষাকালে

খৈয়াম কাদের

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ফি-বছর বর্ষাকালে, আমাদের মেহমান হয়

মেঘের বর্ষণ, জলের প্লাবন, নদীর ভাঙন।

স্নানে স্নানে আমরা শীতল হই, নিঃস্ব হই

আনন্দে সানন্দে তখন হাসতে থাকি?

আমাদের উঠোনে ত্রাণ নামে, আমাদের পাশে নিয়ে,

ত্রাতারা ছবি উঠান, কাঁদেন?

উল্লাসে বোদলে যায়

আমাদের প্যাথোলজিক্যাল গণিতের খাতা!!