হেমন্তের চাঁদনি রাত

আর আই রফিক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

হেমন্তেরই চাঁদনি রাতে

চাঁদ মামা ঐ গাছের মাথায়,

ঝিমায় যেন তন্দ্রালোকে

আলো ঢেলে পাতায় পাতায়।

শিশির ভেজা লেবুর গোড়ায়

জোনাক পোকার আলো জ্বলে

কিচিরমিচির আওয়াজ করে

রাতের পাখি উড়ে চলে।

নীরবতা সারা বনে

হুক্কা হুয়া শিয়াল ডাকে,

চাঁদের আলো ছিটকে পড়ে

পাকা ধানের পাতার ফাঁকে।

মনের সুখে জলের উপর

বাসায় বসে কালিম পাখি,

হে হে স্বরে গৃহিনীকে

করে চলে ডাকাডাকি।

কৃষাণীরা চাঁদের আলোয়

মনের সুখে সারারাতে

সিদ্ধ করে নতুন ধান্য

কৃষক পাশে গল্পে মাতে।