হারানো ঘুড়ি

দেবব্রত নীল

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সকালবেলা শূন্য ছিল, রাত্রে পেলাম দুই

দুপুরবেলা অন্ধ হলাম হারিয়ে গেলি তুই।

হারিয়ে গেলি শ্রাবণ জলে নদীর সীমানায়

শামুক হয়ে খুঁজে ফিরি ঢেউয়ের দরজায়।

খুঁজে ফিরি ফুল বাগিচায় না ফোটা নীল কু??ড়ি

আকাশপানে উড়ে গেছে আমার একটা ঘুড়ি।

চাঁদের কাছে পত্র দিলাম লক্ষ কোটি তারা

জোসনার আলো নিভিয়ে দিল চাঁদের দেবতারা।

বায়স হয়ে শুনে গেলাম মেঘের মোহনায়

দেখি আমার ঘুড়ির পিঠে চড়ে রংধনু বেড়ায়।

মেঘের কাছে নালিশ দিলাম এক টুকরো ঝড়ে

বৃষ্টি হয়ে সেই ঘুড়িটা আসলো না তবু ফিরে।

এই জীবনের প্রথম পাওয়া, সেই সে একটা ঘুড়ি

আমার জিনিস হারিয়েই যায়, শিশু কিংবা নারী!