কষ্টমাখা হাসি

আর আই রফিক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

একটুখানি সুখের তরে ঘুরি সদাই বনবাদাড়ে,

একটুখানি আলোর কণা যদিই মেলে নয়নজুড়ে।

একটুখানি জলের খুঁজে পৌঁছে দেখি নদীর ধারে,

সামনে ধূ ধূ মরীচিকা মরুর বুকে বালির চরে।

একটুখানি আশার বাতি সামনে এসে রাস্তা দেখায়,

তারই সাথে বৈশাখি ঝড় আশার গুড়ে বালি মাখায়।

একলা দ্বীপে জাহাজ দেখে হাত বাড়িয়ে ডাকতে গিয়ে,

চোরাবালির কাদার মাঝে সারা শরীর যায় তলিয়ে।

মিছে মিছে সুখের পিছে দৌড়ানোতে কি আর হবে?

যাক্ না কেটে ক্ষণজীবন কষ্টটাকেই আপন ভেবে।

থাকুক সবে শান্তির সাথে ধরণীতেই স্বর্গসুখে,

আমার না হয় কাটলো জীবন হাসির আড়ে কষ্ট ঢেকে।